| |
               

মূল পাতা আন্তর্জাতিক গাজ্জা যুদ্ধ ইতিহাসের অন্যতম জটিল ও কঠিন : ইসরাইলি সেনাপ্রধান


গাজ্জা যুদ্ধ ইতিহাসের অন্যতম জটিল ও কঠিন : ইসরাইলি সেনাপ্রধান


আন্তর্জাতিক ডেস্ক     23 July, 2025     02:25 PM    


গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধকে ইতিহাসের অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ বলেও আখ্যায়িত করলেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর প্রধান ইয়াল জামির।

তিনি বলেন, এই যুদ্ধ ইসরাইলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ। এই যুদ্ধে আমাদের চড়া মূল্য দিতে হচ্ছে, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামব না— জিম্মিদের মুক্তি ও হামাসকে ধ্বংস করা।

মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত দখলদার বাহিনীর অবৈধ আগ্রাসনে গাজ্জায় ৫৯ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই যুদ্ধ গাজ্জার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। একইসঙ্গে ভয়াবহ খাদ্য সংকট তৈরির পাশাপাশি গোটা অঞ্চলটিকে বসবাসের অযোগ্য করে তুলেছে এই সংঘাত।